ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

১ জানুয়ারি বিনামূল্যে বই পৌঁছে দিতে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
১ জানুয়ারি বিনামূল্যে বই পৌঁছে দিতে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়

চট্টগ্রাম: মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ১ জানুয়ারি সব শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই পোঁছে দেওয়ার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।  

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরের এনায়েত বাজার বাটালি রোডে রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের ৬তলা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা জানান।

যৌথ ভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী এবং চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া-চকবাজার) আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

পরবর্তীতে মেয়র ও শিক্ষা উপমন্ত্রী চসিকের জায়গায় ২০ কোটি টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মাণাধীন আরও ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এর মধ্যে রয়েছে- অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, কৃষ্ণকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, পাথরঘাটা মেনকা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, চরচাকতাই সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, লামাবাজার এএএস সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, বলুয়ার দীঘি সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। ১৪ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে এসব উন্নয়ন কাজ করা হচ্ছে।  

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত ও শিক্ষার মানোন্নয়ন হয়েছে। মাঝে নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি পাওয়ায় নির্মাণকাজে কিছুটা ধীরগতি এসেছিল কিন্তু এখন তা সমন্বয় করে নেওয়া হয়েছে। দ্রুত সময়ের ভেতরে সব ভবনের নির্মাণকাজ শেষ হবে।  

একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র কারণে আজ প্রত্যন্ত অঞ্চলেও মানুষও শিক্ষা গ্রহণ করার সুযোগ এবং সুফল পাচ্ছে। তিনি এমন একজন ব্যক্তি যিনি সব শ্রেণি পেশার মানুষের ভাগ্যের উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

মেয়র রেজাউল বলেন, আগামী প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ নির্মাণে আমাদের শিক্ষাব্যবস্থা সম্প্রসারণে মনোযোগ দিয়েছে সরকার। এর অংশ হিসেবে বাংলাদেশের একমাত্র সিটি করপোরেশন হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশন ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ৬৫ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে। মেয়র হিসেবে শিক্ষাখাতে অর্থবরাদ্দকে ব্যয় নয় বরং বিনিয়োগ মনে করি। কারণ আগামী প্রজন্ম শিক্ষিত ও দক্ষ হয়ে উঠলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে জাতি অগ্রসর হবে৷ 

বিভিন্ন স্থানে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, নগর আওয়ামী লীগের সদস্য ও ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পেয়ার মোহাম্মদ, ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, মেয়রের একান্ত সচিব আবুল হাসেম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন, চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার সরকার, কাউন্সিলর নুরুল আলম মিয়া, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, কাউন্সিলর শাহীন আক্তার রোজী, ২২নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব সিদ্দীকী, যুবনেতা রিটু দাশ বাবলু, শিবু প্রসাদ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।