ঢাকা, বুধবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র জন্মদিন উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র জন্মদিন উদযাপন ...

চট্টগ্রাম: ‘২৫শে উচ্ছ্বাস, লাল সবুজে বিশ্বাস’-শ্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম অফিসের উদ্যোগে চ্যানেল আই’র ২৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে।  

রোববার (১ অক্টোবর) নগরের সিআরবি চত্বরে শোভাযাত্রা উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।

চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি এবং প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা এস এম আবু তৈয়বের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।  

সমাবেশে স্বাগত বক্তৃতা করেন চ্যানেল আই চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ।

আলোচনায় অংশগ্রহণ করেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, সংসদ সদস্য নোমান আল মাহমুদ, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়, জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।  

বক্তব্য দেন সাবেক চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল মালেক, মহানগর বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহাম্মদ, চবি প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মনজুর উল কিবরিয়া, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ উদ্দিন মো. রেজা, সাবেক সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রুবেল খান, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, সিআরবি রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইউনুচ, চট্টগ্রাম চেম্বার পরিচালক অহীদ সিরাজ চৌধুরী স্বপন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোছলেহ উদ্দিন মনসুর।  

উপস্থিত ছিলেন কাউন্সিলর ড.নিছার উদ্দিন আহম্মদ মন্জু, শৈবাল দাশ সুমন, হাসান মুরাদ বিপ্লব, নুরুল মোস্তফা টিনু, সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, বোয়ালখালীর পৌর মেয়র জহিরুল ইসলাম, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, কার্যকরী সদস্য আইয়ুব আলী, নদী ও খাল রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক সাংবাদিক আলীউর রহমান, খোরশেদ আলম, মিটুল দাশ গুপ্ত, সৈয়দ মোরশেদ হোসেন, মরিয়ম বেগম, মনিকা ভট্টাচার্য, মাসুম চৌধুরী, মো. এনাম, আহসান হাবিবুল আলম, মো. কামরুল হাসান সহ বিশিষ্টজনরা। অনুষ্ঠান উপস্থাপনা করেন কাজী মাহফুজুল হক ও জাহেদুর রহমান সোহেল।

আলোচনা সভায় প্রধান অতিথি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, চ্যানেল আই প্রতিষ্ঠালগ্ন থেকে মাটি ও মানুষের কথা বলে যাচ্ছে। চ্যানেল আইয়ের প্রতিটি অনুষ্ঠান বাংলা সংস্কৃতি বিকাশের মাধ্যম হিসেবে কাজ করছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের চেতনা লালন করছে চ্যানেল আই।  

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রাপন একাডেমীর পরিচালক অনন্যা বড়ুয়ার পরিচালনায় চট্টগ্রামের আঞ্চলিক গান ও লোকজ সংস্কৃতি নিয়ে নৃত্য পরিবেশন করেন একাডেমির নৃত্য শিল্পীবৃন্দ। আঞ্চলিক গান পরিবেশন করেন শিল্পী গীতা আচার্য্য, মিলন আচার্য্য, সুপ্রিয়া, লাকি, রুপা রোজালিন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।