ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিনামূল্যে ডেঙ্গু চিকিৎসায় ৫০ শয্যার হাসপাতাল উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
বিনামূল্যে ডেঙ্গু চিকিৎসায় ৫০ শয্যার হাসপাতাল উদ্বোধন

চট্টগ্রাম: নগরের উত্তর কাট্টলীতে ডেঙ্গুর বিনামূল্যে চিকিৎসায় চালু করা হয়েছে ৫০ শর্য্যার অস্থায়ী হাসপাতাল।  

সোমবার (২ অক্টোবর) সকালে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মিলনায়তনে হাসপাতালের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক সিটি মেয়র এম. মনজুর আলম।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. দিদারুল আলম, উদ্বোধক চসিকের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম আকতার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম।
 

এছাড়াও বক্তব্য রাখেন ডেঙ্গু রোগীর হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ নাসিম ভূঁইয়া, সীতাকুণ্ড উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন, চেয়ারম্যান রেহান উদ্দিন, কাউন্সিলর জহুরুল আলম জসিম, লায়ন নাজমুল হক চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক অধ্যক্ষ বাদশা আলম প্রমুখ।

সভাপতির বক্তব্যে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, মানবিক কাজে আমরা উৎসাহিত হই। মানুষের রোগ-বালাই, দুঃখ দুর্দশা, দুর্যোগ-দুর্বিপাকে পাশে দাঁড়ানোই আমাদের ব্রত। তিনি বিনামূল্যে ডেঙ্গু রোগের চিকিৎসা গ্রহণে আগ্রহীদের স্বাগত জানান।  

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ দিদারুল আলম বলেন, আমাদের পরিবারের সবাই মানবিক কাজে আগ্রহী। মানবতার সেবাই আমাদের ব্রত।  

উদ্বোধক চসিকের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: সেলিম আকতার চৌধুরী বলেন, ডাক্তার হিসাবে সকলকে মানবিক আচরণ করতে হবে। সাবেক মেয়র এম. মনজুর আলম একজন মানবিক সমাজসেবক তাঁর সকল ধরনের সেবা প্রশংসিত।  

আলহাজ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠান হিসাবে এ হাসপাতালটি পরিচালিত হবে।

উত্তর কাট্টলীর (সিটি গেইট) মোস্তফা হাকিম কলেজ রোডের কলেজ ক্যাম্পাসের দ্বিতীয় তলায় স্থাপিত এ অস্থায়ী হাসপাতালটিতে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. নাসিম ভূঁইয়া এবং পালাক্রমে ৪ জন বিশেষজ্ঞ ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, আয়া দায়িত্ব পালন করবেন।

এ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ, রোগীর খাবার সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।