ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মূল্যতালিকায় আলুর কেজি ৩৬, বিক্রি ৪০ টাকা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
মূল্যতালিকায় আলুর কেজি ৩৬, বিক্রি ৪০ টাকা! আলু। ফাইল ছবি।

চট্টগ্রাম: মূল্যতালিকায় প্রতিকেজি আলু খুচরায় ৩৬ টাকা লিখে ৪০ টাকা দরে বিক্রি করছিল কর্নেল হাটের আইয়ুব অ্যান্ড ট্রেডার্স। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩ অক্টোবর) এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।  

তিনি বাংলানিউজকে বলেন, নিয়মিত বাজার তদারকির সময় আমরা দেখতে পাই মূল্যতালিকায় আলুর দাম লেখা ৩৬ টাকা।

কিন্তু একটি রশিদে দেখি ৫ কেজি আলুর দাম রাখা হয়েছে ২০০ টাকা, ১০ কেজির দাম ৪০০ টাকা, ২ কেজির দাম ৮০ টাকা। অর্থাৎ প্রতিকেজি খুচরায় বিক্রি করছে ৪০ টাকা। এটি প্রতারণা। তাই দোকানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।   

একই অভিযানে মরিয়ম ট্রেডার্সে মূল্যতালিকা না থাকায় ১ হাজার টাকা। একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের জন্য ৫ হাজার টাকা ও ক্যাফে আজমিরে মূল্যতালিকা না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।