চট্টগ্রাম: বিএনপি সবসময় এদেশের সাধারণ জনগণের স্বার্থে কাজ করে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে গরীব অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
বক্কর বলেন, তীব্র শীত ও কনকনে ঠান্ডা বাতাস সব মিলিয়ে দরিদ্র জনগোষ্ঠী চরম কষ্টে দিনাতিপাত করছে। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ।
দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী নবাব খানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিমের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আসু, মহানগর বিএনপির সাবেক সহ ছাত্র বিষয়ক সম্পাদক ইউনুছ চৌধুরী হাকিম, বিএনপি নেতা এস এম সেলিম, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ রেজিয়া বেগম মুন্নি, ইদ্রিস আলম, আবু বক্কর সিদ্দিক, নুর আলম কালু, দুলাল সওদাগর, জসিম উদ্দিন, মো. সেকান্দর, মঈনউদ্দিন খান রাজিব, দেলোয়ার হোসেন, মো. জসিম, সানাউল কাদের চৌধুরী সানি ও আব্দুল কাইয়ুম জয় প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
এমআই/টিসি