ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আমিন কলোনিতে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ১৩২ পরিবারকে অর্থ সহায়তা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
আমিন কলোনিতে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ১৩২ পরিবারকে অর্থ সহায়তা 

চট্টগ্রাম: নগরের আমিন শিল্পাঞ্চল ওয়ার্ডের আমিন কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩২টি পরিবারের নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন  মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক  মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে  আ জ ম নাছির উদ্দীন ও চট্টগ্রাম-৮ আসনের  সংসদ সদস্য এবং মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ আমিন শিল্পাঞ্চল ওয়ার্ডের আমিন কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান।

এ সময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন। সংসদ সদস্য  নোমান আল মাহমুদ ক্ষতিগ্রস্তদেরকে সরকারি তহবিল থেকে সহায়তার প্রতিশ্রুতি দেন।

 

পরিদর্শনের সময় কাউন্সিলর মোবারক আলী, ৪৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক এম ইলিয়াস সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।