ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে বিএনপির গাড়িবহরে হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
চন্দনাইশে বিএনপির গাড়িবহরে হামলা ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিএনপির রোড মার্চে অংশ নেওয়া গাড়িবহরে হামলা হয়েছে।  

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার গাছবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, কেন্দ্রঘোষিত কর্মসূচি উপলক্ষে বান্দরবন, কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা নেতাকর্মীরা চট্টগ্রামের সমাবেশে যোগ দিচ্ছিলেন। এ সময় বিএনপি নেতাকর্মীদের গাড়িবহর চন্দনাইশ এলাকায় পৌঁছালে হামলার মুখে পড়ে।

 

হামলার বিষয়ে বিএনপির দক্ষিণ জেলা আহ্বায়ক আবু সুফিয়ান বাংলানিউজকে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা চন্দনাইশে রোডমার্চের  গাড়িবহরে  হামলা করেছে। আমাদের ১০টির মতো গাড়ি ভাঙচুর করা হয়েছে। হামলায় আমাদের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আহত হয়েছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বাংলানিউজকে বলেন, গাড়িবহরে হামলার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। কয়েকজন আহত ও কয়েকটি গাড়ি ভাঙচুর হয়েছে।  এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।