ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির নেত্রী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির নেত্রী গ্রেফতার ...

চট্টগ্রাম: চেক প্রতারণা মামলায় দণ্ডিত শাহিদা খানম নামে বিএনপির এক নেত্রীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

বুধবার (১১ অক্টোবর) রাতে নগরের বন্দর থানার ২ নম্বর মাইলের মাথা এলাকার মহব্বত আলী মালুমের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

শাহিদা খানম, একই এলাকার আলী মাঝির বাড়ীর মাহমুদ সেলিম খানের স্ত্রী। তিনি চট্টগ্রাম মহানগর মহিলা দলের সহ-সভাপতি ও বন্দর থানা সভাপতির দায়িত্বে আছেন।

গত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৩৮, ৩৭ ও ২৭ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন তিনি।  

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা  বাংলানিউজকে বলেন, চেক প্রতারণার মামলায় প্রথম চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত শাহিদা খানমকে সাত মাসের কারাদণ্ডসহ চেক পরিমাণ সাত লাখ টাকা অর্থদণ্ড দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বুধবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (আজ) আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৯১৫  ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।