ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাগরে অভিযান: মাছ জব্দ, গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
সাগরে অভিযান: মাছ জব্দ, গ্রেফতার ৩ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: প্রজনন মৌসুমে ইলিশ মাছ রক্ষায় সাগর ও নদীতে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর প্রথম দিন অভিযান চালিয়ে ৩ কেজি ইলিশ, ১২০ কেজি সামুদ্রিক ছোট মাছ, ২০ হাজার মিটার ইলিশ জাল ও ৭টি টং জাল জব্দ করা হয়েছে। এ সময় তিন জেলেকে গ্রেফতার করে নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সীতাকুণ্ডের গুলিয়াখালী ও ভাটিয়ারীর সন্দ্বীপ চ্যানেলে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম, কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. ইসমাইল ও মৎস্য বিভাগ।  

উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী জানান, বঙ্গোপসাগরের মোহনা থেকে সাতটি জালসহ তিন জেলেকে গ্রেফতার করে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া গুলিয়াখালী বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ১২০ কেজি ছোট মাছ ও ৩ কেজি ইলিশ জব্দ করা হয়।  

কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, জব্দকৃত সামুদ্রিক মাছ ৬ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। ইলিশগুলো এতিমখানায় বিতরণ করা হয় এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।