ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আইআইইউসিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
আইআইইউসিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

চট্টগ্রাম: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংলিশ ল্যাংগুয়েজ এন্ড লিটারারি সোসাইটির (ফিমেল চাপ্টার) আয়োজনে প্রথম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

তিনদিন ব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আইআইইউসি কম্পিউটার এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং ইংরেজি ভাষা ও সাহিত্য, ইকোনমিকস এন্ড ব্যাংকিং এবং আইন বিভাগের শিক্ষার্থীরা।

 

প্রথম দিন সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়, দ্বিতীয় দিন প্রতিযোগিতার প্রথম রাউন্ডে চারটি দলের মধ্যে দুটো রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা হয়। এর মাধ্যমে ইংরেজি ভাষা ও সাহিত্য এবং কম্পিউটার এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দল দুটি ফাইনাল রাউন্ডের জন্য মনোনীত হয়।

 

বুধবার (১১ অক্টোবর) পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে ফাইনাল রাউন্ডের অনুষ্ঠান শুরু হয়। প্রতিযোগিতার শেষ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী।  

প্রধান অতিথি তার বক্তব্যে এধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থেকে বিতার্কিক দের হাতে পুরস্কার তুলে দেন।  

ফাইনাল রাউন্ডের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান এবং সহযোগেী অধ্যাপক মো. ছরওয়ার আলম। স্বাগত বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক এবং এলসের প্রেসিডেন্ট ড. মুহাম্মদ আজিজুল হ্ক।

এই রাউন্ডে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সিজিইডির সহযোগী অধ্যাপক ড. মো. সলিমুল্লাহ (ফরহাদ), ইএলএল প্রভাষক নাদিয়া আয়মন হাসান।

এছাড়াও বিচারক হিসেবে ছিলেন আইআইইউসি ডিবেটারস কমিউনিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাইমা ওয়াসির শশী এবং ভাইস প্রেসিডেন্ট গাজি জাহিন। তুমুল হাড্ডাহাড্ডি লড়াই এর মাধ্যমে বিজয়ী হয় ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের মনোনীত দলটি। বেস্ট স্পিকার হন একই বিভাগের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী তাপসী রাবেয়া মাটি।  

এ সময় আরও উপস্থিত ছিলেন ফিমেল হলের প্রক্টর উম্মে সায়মা তাজকিয়া, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের কো-অর্ডিনেটর মিসেস ফারহিবা ফেরদৌস, সহযোগী অধ্যাপক মিসেস সালমা হক,  মোহাম্মদ ইয়াসিন শরীফ, সহকারী অধ্যাপক আমির মোহাম্মদ খান।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।