ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে দুটি লোকাল বাসে আগুন দিল দুর্বৃত্তরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
চট্টগ্রামে দুটি লোকাল বাসে আগুন দিল দুর্বৃত্তরা

চট্টগ্রাম: নগরের ওয়াসা মোড়ে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নিচে পার্কিং করে রাখা দুটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) রাত পৌনে এগারটার দিকে এ ঘটনা ঘটে।

কারা এটি করেছে নিশ্চিত নয়, পুলিশও কাউকে আটক করতে পারেনি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, রাত দশটা ৫০ মিনিটের দিকে ওয়াসার মোড়ে দাঁড়িয়ে থাকা দুটি যাত্রীবাহী লোকাল বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ। জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০০১৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
এমআই/টিসি

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।