ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপি-জামায়াতের নৈরাজ্য রাজপথে প্রতিহত করা হবে: দেবু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
বিএনপি-জামায়াতের নৈরাজ্য রাজপথে প্রতিহত করা হবে: দেবু

চট্টগ্রাম: বিএনপি-জামায়াতের ডাকা সারা দেশে অবৈধ হরতাল, অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 সোমবার (২০ নভেম্বর) সকালে চট্টগ্রাম ১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও মহানগর যুবলীগের সহ সভাপতি দেবাশীষ পাল দেবুর নেতৃত্বে মিছিলটি আগ্রাবাদ জাম্বুরী মাঠ চত্বর থেকে শুরু হয়ে বাদামতলি পুলিশ ফাঁড়ির সামনে এক সমাবেশে মিলিত হয়।

 

যুবলীগ নেতা টিপু খানের সভাপতিত্বে এবং আরমান ও সোয়েবের পরিচালনায় বক্তব্য দেন চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, সুফিউর রহমান টিপু, ইমতিয়াজ বাবলা, ফরহাদ আবদুল্লাহ, মো. ইসমাইল, সাজ্জাদ আলী জুয়েল, মোঃ এমরান হোসেন মো. শরিফ, আমিনুল ইসলাম, সরোয়ার হোসেন, সাজিবুল ইসলাম সজিব, হোসেন আহমদ কিরন, ফারুক হোসেন সুমন, ইসমাইল হুরন, আমির হোসেন জুয়েল, শাহজাহান বাপ্পি, মো. মনির, রমজান আলী, আবু নাছের জুয়েল, জিয়া উদ্দিন মুন্না, মো. দিদার, নজরুল ইসলাম, শাওন সরকার, নুর উদ্দিন রাসেল, ভিভু দেব নাথ প্রমুখ।

এ সময় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেন, বিএনপি-জামায়াত নাশকতার মাধ্যমে নির্বাচন বানচাল করতে চায়।

জনগণের জানমালের ক্ষতি করতে চায়। তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। আমরা তাদের এই সহিংসতার বিরুদ্ধে, জনগণের জানমাল রক্ষায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা রাজপথে সতর্ক পাহারায় আছি।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।