ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হালিশহরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
হালিশহরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের হালিশহরে শান্তিবাগ এলাকায় সাত নম্বর লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।  এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) নিহাদ আদনান তাইয়ান।  

তিনি বাংলানিউজকে বলেন, রাস্তার বাসে সাত নম্বর বাসটি রেখে চালক ও হেলপার ভাত খেতে গিয়েছিলেন। বাসের পেছনে আগুন দেখে স্থানীয়রা ও চালক-হেলপার ছুটে এসে আগুন নেভায়। চালক বাসটির মালিক।  বাসের পেছনের ছয়টি সিট আগুনে পুড়ে  যায়। বাসে কোনো যাত্রী ছিল না আর হতাহতের কোনো ঘটনা ঘটেনি।  

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
এমআই/টিসি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।