চট্টগ্রাম: নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র। স্বাধীনতা উত্তর অভাবী জনগণ যখন হতাশা আর অনিশ্চয়তায় নিমজ্জিত ঠিক তখনি শহীদ জিয়ার আবির্ভাব ঘটেছিল ধুমকেতুর মতো।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নগরের দেওয়ান হাট সুপারিওয়ালা পাড়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ২৩ নম্বর উত্তর পাটানটুলী ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেছে। এই যে পালিয়ে যাওয়া, আত্মগোপনে যাওয়া, সেটা একমাত্র আওয়ামী লীগই করেছে। কিন্তু বিএনপির রাজনীতি, শহীদ জিয়া ও খালেদা জিয়ার রাজনীতি, তারেক রহমানের রাজনীতি সেখানেই, প্রজন্ম থেকে প্রজন্ম যেখানে ক্রাইসিস যেখানে দুঃসময়। আর দুঃসময়ে শহীদ জিয়া নেতৃত্ব দিয়েছেন, বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন, বর্তমানে তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন।
ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি বাদশা মিয়ার সভাপতিত্বে ও বিএনপি নেতা আব্দুল হালিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এসএম সাইফুল আলম, নিয়াজ মোহাম্মদ খান, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা। উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বুলু, রফিক মেম্বার, সিরাজুল মোস্তফা, আব্দুল মান্নান, আবু তাহের, মো. আজাদ, অঙ্গ সংগঠনের মো. সেলিম, আমিন উল্লাহ, সুলতান মাহমুদ সুমন, মো. ইলিয়াছ, মো. ইদ্রিছ, সুফি ইব্রাহিম, মো. ফারুক, মো. আরিফ, আমিন উল্লাহ বাবুল প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এমআই/টিসি