ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে পিকআপের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৩
মীরসরাইয়ে পিকআপের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু ...

চট্টগ্রাম: মীরসরাইয়ে পিকআপের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।  

আরিফা জান্নাত (৬) নামের ওই শিশু স্থানীয় মোহাম্মদ ইমাম হোসেনের মেয়ে।

সে স্থানীয় খেয়ারহাট নূরিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী। এই দুর্ঘটনায় আহত হয় মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী রিনা আক্তার আঁখি।

শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে শাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আরিফা সিএনজি অটোরিকশায় বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার সময় খেয়ারহাট বেড়িবাঁধ এলাকায় একটি দ্রুতগামী পিকআপ অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

খেয়ারহাট নূরিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মফিজুর রহমান জানান, ছয়জন শিক্ষার্থী সিএনজি অটোরিকশাযোগে আরবি পরীক্ষা দিতে মাদ্রাসায় আসার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই শিক্ষার্থী আরিফা নিহত হয়। প্রথম শ্রেণির আরেক শিক্ষার্থী রিনা আক্তার আঁখিকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।