ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মহিউদ্দিন চৌধুরী গণমুখী রাজনীতি করেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
মহিউদ্দিন চৌধুরী গণমুখী রাজনীতি করেছেন

চট্টগ্রাম: সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন মেয়র রেজাউল করিম চৌধুরী।  

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে মেয়রের নেতৃত্বে কাউন্সিলররা নগরের চশমা হিলে মহিউদ্দিন চৌধুরীর কবর জেয়ারত করেন।

 

এসময় মেয়র রেজাউল বলেন,  ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতেও জনতার ঢল প্রমাণ করে মহিউদ্দিন চৌধুরী আমৃত্যু জনগণকে নিয়ে, জনগণের স্বার্থে, গণমুখী রাজনীতি করেছেন। তিনি বীর মুক্তিযোদ্ধা হিসেবে সফল ছিলেন, রাজনীতিবিদ হিসেবে সফল ছিলেন, মেয়র হিসেবে সফল ছিলেন।

রাজনীতি যেসব তরুণদের ধ্যান-জ্ঞ্যান তাদের উচিত মহিউদ্দিন চৌধুরীর সংগ্রামী পথ অনুসরণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লড়াইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়া।  

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ জাবেদ, হাসান মুরাদ বিপ্লব, আবদুস সালাম মাসুম, আবুল হাসনাত মো. বেলাল, গাজী মো. শফিউল আজিমসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।  

বাংলাদেশ সময়ঃ ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।