ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বায়েজিদে ২ ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
বায়েজিদে ২ ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানার আক্সিজেন মোড় এলাকা থেকে ছিনতাইয়ের এক ঘণ্টার মধ্যে দুই ছিনতাইকারীকে ছোরাসহ গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- মো. জাহেদ (২০) ও মো. তারেক প্রকাশ তারেক জিয়া (২২)।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জোহরা বেগম তার অসুস্থ বড় বোন রাবেয়া বেগমকে নিয়ে চিকিৎসক দেখাতে গ্রামের বাড়ি থেকে নগরের বায়েজিদ বোস্তামী থানার কালারপুর এলাকায় আসেন৷ চিকিৎসককে দেখোনো শেষে বাড়ি ফেরার জন্য দুপুর ১২টার দিকে অক্সিজেন মোড় বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করেছিল।

এ সময় ছিনতাইকারী ভয়ভীতি দেখিয়ে একটি নকিয়া বাটন মোবাইল সেট জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।  

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা বাংলানিউজকে বলেন, ভয়ভীতি দেখিয়ে ছিনিয়ে নিয়ে যাওয়ার এক ঘণ্টার মধ্যে ছিনতাইয়ের ঘটনায় জড়িত জাহেদ ও  তারেককে গ্রেফতার করা হয়। ছিনতাই মোবাইল সেট ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।