ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নেতাজীর দূরদর্শী নেতৃত্ব অতুলনীয়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
নেতাজীর দূরদর্শী নেতৃত্ব অতুলনীয় বক্তব্য দেন শ্যামল কুমার পালিত।

চট্টগ্রাম: ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের স্বাধীনতার জন্য নেতাজী সুভাষ চন্দ্র বসুর দূরদর্শী নেতৃত্ব অতুলনীয়। দেশবাসীর উদ্দেশে নেতাজীর আহ্বান ছিল- তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো।

যা সব দেশপ্রেমিক মানুষকে আজও অনুপ্রাণিত করে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সন্তান নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

 

বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে মাস্টার সূর্য সেন স্মৃতি রক্ষা কমিটি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্যামল কুমার পালিত।  

আলোচনা করেন অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, বিশ্বজিৎ পালিত, বিপুল কান্তি দত্ত, অধ্যাপক শিপুল দে, রিমন মুহুরী, কাজল কান্তি লোধ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।