ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সহকর্মীর হাতে খুন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
সহকর্মীর হাতে খুন

চট্টগ্রাম: কথা কাটাকাটির জের ধরে বাঁশখালীতে সহকর্মীর হাতে খুন হয়েছে শাহ আলম (৩৫) নামের এক বেকারি শ্রমিক।  

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে জলদী পৌরসভার সামনে মায়ের দোয়া বেকারিতে এ ঘটনা ঘটে।

 

শাহ আলম সাতকানিয়া সদর ইউনিয়নের দক্ষিণ রুপকানিয়া ৯ নাম্বার ওয়ার্ডের মাইজপাড়া এলাকার মৃত নূর মোহাম্মদের ছেল।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত শাহ আলম ও অভিযুক্ত মাহাবুব আলম কাজ করতেন একই বেকারিতে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) কথা কাটাকাটি হয় দুই জনের মধ্যে। এর জেরে শুক্রবার ভোরে বেকারির অন্য কর্মচারীরা নামাজ পড়তে গেলে মাহবুব জ্বালানি কাঠ দিয়ে মেরে শাহ আলমকে রক্তাক্ত করে পালিয়ে যায়। পরে নামাজ শেষে অন্য সহকর্মীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।  

বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদ বাংলানিউজকে বলেন, বেকারির দুই কর্মচারীর মধ্যে মরামারি হয়। এর জেরে ভোরে শাহ আলম নামে একজনকে জ্বালানি কাঠ দিয়ে মেরে পালিয়ে যায় অন্যজন। সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে একটি এজাহার দেওয়া হয়েছে। পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
এমআর/পিডি/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।