ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে গণপিটুনিতে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
হাটহাজারীতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ...

চট্টগ্রাম: হাটহাজারীতে গণপিটুনিতে মো. রাহাত (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।  

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে পৌর সদরের নুর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

 

রাহাত পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের বদু চৌধুরী বাড়ির শরাফাত উল্লাহ টিপুর ছেলে।

পুলিশ জানায়, শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে নুর মসজিদ এলাকায় মাওলানা হাবিবুল্লাহর বাড়িতে চুরি করতে যায় ওই যুবক।

আশপাশের লোকজন টের পেয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে মুমূর্ষু অবস্থায় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) মর্গে পাঠিয়েছে।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা জানান, গণপিটুনির শিকার ওই যুবককে সকালে জরুরি বিভাগে আনার আগেই মৃত্যু হয়।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, গণপিটুনিতে নিহত মো. রাহাত  এর মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।