ঢাকা, মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিভাসুতে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
সিভাসুতে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল 

চট্টগ্রাম: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রলীগ। ক্যাম্পাসকে মাদকমুক্ত ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ  বজায় রাখতে সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে মাদকবিরোধী এ মিছিল করে তারা।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিক করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

সিভাসু ছাত্রলীগ নেতা শফিক আনাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণের স্বপ্ন সারথি হিসাবে কাজ করে চলেছে ছাত্রলীগ।

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে আজকের এই মাদকবিরোধী বিক্ষোভ মিছিল। আগামীর বাংলাদেশ দক্ষ ও স্মার্ট ছাত্রদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ নির্মাণের স্বপ্নকে মাথায় রেখে আমরা সিভাসু ছাত্রলীগ পরিবার সবসময় সাধারণ শিক্ষার্থীদের জন্য একটা সুন্দর ও বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ড চর্চা করতে পারে এমন ক্যাম্পাস নিশ্চিতে কাজ করে চলেছে।  

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিশ্চুপ ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মাদকের প্রকোপ বিশাল আকার ধারণ করার আগেই ক্যাম্পাস থেকে মাদক নির্মূলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমি আশা করি। '

মাদকবিরোধী বিক্ষোভ মিছিলের সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন, সিভাসু ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল শামীম, আরাফাত হোসাইন, ইয়াছিনুর রহমান, তানভীর শাহরিয়ার,আবি রাওয়ান, অঙ্কন নাথ, জয়তু, ওয়ালিদ, সাইরাজ, নাফিউর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।