ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে কালাচাঁদ ঠাকুরের মহোৎসব শুরু বৃহস্পতিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
বোয়ালখালীতে কালাচাঁদ ঠাকুরের মহোৎসব শুরু বৃহস্পতিবার ...

চট্টগ্রাম: বোয়ালখালী উপজেলার পোপাদিয়ার শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরের তিন দিনব্যাপী বার্ষিক মহোৎসব বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ঠাকুরবাড়ি অঙ্গনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হচ্ছে।  

কর্মসূচির মধ্যে রয়েছে- শ্রীমদ্ভগবতগীতা পাঠ, চণ্ডী পাঠ, শ্রীশ্রী ঠাকুরের পূজা, ভোগারতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ষোড়শপ্রহরব্যাপী মহানামযজ্ঞ, প্রতিদিন দুপুর ও রাতে প্রসাদ বিতরণ।

মহানামযজ্ঞের শুভ অধিবাস পরিচালনা করবেন শ্রীমৎ স্বামী লক্ষ্মী নারায়ণ কৃপানন্দপুরী মহারাজ।  

অনুষ্ঠানের প্রথম দিন বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করবেন স্থানীয় শিল্পীরা।

প্রতিদিন নামসুধা বিতরণে থাকবেন- বিশ্ববন্ধু সম্প্রদায় (ফরিদপুর), রাস লীলা অষ্টসখী সম্প্রদায় (মাদারীপুর), জয় নিতাই সম্প্রদায় (মাদারীপুর) ও নব লক্ষ্মী নারায়ণ সম্প্রদায় (গোপালগঞ্জ)। শনিবার (২ মার্চ) ভোর রাতে মহোৎসব শেষ হবে।

মহোৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে ভক্তদের অংশগ্রহণের জন্য শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ি মহোৎসব পরিচালনা পরিষদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।