ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় ছিনতাইকারী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
আনোয়ারায় ছিনতাইকারী গ্রেপ্তার ...

চট্টগ্রাম: আনোয়ারায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় মো. তহিদুল ইসলাম প্রকাশ মোহন (২৬) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলি ।

মোহন আনোয়ারা সদর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলী সওদাগর বাড়ির মোহাম্মদ আলীর ছেলে।

রোববার (৩ মার্চ) রাতে আনোয়ারা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জয়কালী বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ি থেকে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গত শনিবার বাড়ি ফেরার পথে ব্যবসায়ী মোহাম্মদ কলিমউল্লাহকে সাইকেল থেকে ধাক্কা দিয়ে ফেলে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় তার বাবা মাওলানা মুজাম্মেল হক বাদী হয়ে থানায় মামলা করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, বিশেষ অভিযান চালিয়ে তৌহিদুল ইসলাম নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।