ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৪
ফটিকছড়িতে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে কারাদণ্ড ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

তারা হলো- মো. আশরাফ (১৮), মো. তাজিম উদ্দিন (১৮), মো. মোশারফ উদ্দিন (১৮), মো. রিফাত (১৮)।

মঙ্গলবার (৯ এপ্রিল) ধর্মপুর আজাদী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী অভিযান পরিচালনা করে এই কারাদণ্ড দেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নামেন ইউএনও।

এ সময় বাজারের অলিগলি এবং দোকানের সামনে উচ্ছৃঙ্খল আচরণ এবং উপদ্রব সৃষ্টি করার দায়ে তাদের আটক করা হয়। দোষ স্বীকার করায় তাদের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ইউএনও মোজাম্মেল হক চৌধুরী বলেন, দোষ স্বীকার করায় ৪ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।