ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় কৃষি জমির মাটি কাটার দায়ে দুইজনকে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
সাতকানিয়ায় কৃষি জমির মাটি কাটার দায়ে দুইজনকে কারাদণ্ড ...

চট্টগ্রাম: সাতকানিয়ায় গভীর রাতে কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার সময় আটক দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পাঠানীপুল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- নলুয়া ইউনিয়নের মৈশামুড়া মরফলা বাজার এলাকার দেওয়ানজী বাড়ির আলাউদ্দীনের পুত্র মো. আবুল কামাল (৪২) ও লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের পূর্ব বাগমোয়া এলাকার মৃত আব্দুল রশিদের পুত্র মো. এরশাদ হোসাইন (৩৮)।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টপসয়েল কাটার সময় আটক দুইজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।