ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘বোর্ড নিয়ে আমি কখনো কথা বলিনি’

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
‘বোর্ড নিয়ে আমি কখনো কথা বলিনি’ ...

চট্টগ্রাম: শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শাহেদা ইসলাম বলেছেন, আমি অনেক আগে চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে অবসরে চলে এসেছি। বোর্ড নিয়ে আমি কখনো কোথাও কথা বলিনি এবং বলবো না।

 

সোমবার (২২ এপ্রিল) বাংলানিউজে ‘পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েও প্রফেসর নারায়ণের বিরুদ্ধে তদন্ত!’  শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। যেখানে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শাহেদা ইসলামের একটি বক্তব্য উদ্ধৃত করা হয়।

কিন্তু তিনি সেটি অস্বীকার করেছেন। পরে তার সে বক্তব্য বাংলানিউজ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এক কর্মকর্তার অনুরূপ বক্তব্য নেওয়া হয় এবং সে বক্তব্য প্রকাশ করা হয়। সেখানে অধ্যাপক শাহেদা ইসলামের কোনো নাম পদবী ব্যবহার করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।