ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রার্থিতা ফিরে পেলেন চন্দনাইশের চেয়ারম্যান প্রার্থী জুনু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, মে ২৭, ২০২৪
প্রার্থিতা ফিরে পেলেন চন্দনাইশের চেয়ারম্যান প্রার্থী জুনু ...

চট্টগ্রাম: বাতিলের একদিন পর প্রার্থিতা ফিরে পেলেন চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবু আহমদ চৌধুরী জুনু।

সোমবার (২৭ মে) আবু আহমেদ চৌধুরী জুনুর করা এক রিটে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

এর আগে রোববার (২৬ মে) দুপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।

এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরী জুনু বলেন, মহামান্য হাইকোর্টের মাধ্যমে আমি আমার প্রার্থিতা ফিরে পেয়েছি।

আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। জনগণই আমার একমাত্র ভরসা। আমি আইনের প্রতি পূর্ণ আস্থা রেখে এবং আচরণবিধি মেনে নির্বাচনে অংশগ্রহণ করবো।

উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের ৩য় ধাপে ২৯ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে চন্দনাইশ উপজেলায়।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ২৭, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।