ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে মার্কেটে আগুন, পুড়ে গেছে ৬ দোকান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, মে ২৮, ২০২৪
বাঁশখালীতে মার্কেটে আগুন, পুড়ে গেছে ৬ দোকান ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: বাঁশখালীর শেখেরখীল সরকার বাজার একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ মে) রাত ৩টার দিকে আশরাফ আলী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার রাত তিনটার দিকে মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি দোকানের সবকিছুই পুড়ে যায়। খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আধঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বাশার বলেন, রাতে শেখেরখীল সরকার বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আধঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, মে ২৮, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।