ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বৈরী আবহাওয়ায় শাহ আমানতের ৯ ফ্লাইট বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, মে ২৮, ২০২৪
বৈরী আবহাওয়ায় শাহ আমানতের ৯ ফ্লাইট বাতিল ...

চট্টগ্রাম: ঘূর্ণিঝড়ের কারণে ১৭ ঘণ্টা পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা চালুর দিনও সোমবার (২৭ মে) ৯টি ফ্লাইট বাতিল হয়েছে।  

মঙ্গলবার (২৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ।

 

তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ছিল ঢাকা- চট্টগ্রাম রুটের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি, ইউএস বাংলার ৫টি, এয়ার অ্যাস্ট্রা ও নভোএয়ারের ১টি।

সোমবার (২৭ মে) ভোর পাঁচটা থেকে পুনরায় যাত্রীসেবাসহ রানওয়ের কার্যক্রম শুরু হয় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

এর আগে আবহাওয়া অধিদফতর চট্টগ্রামে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার দুপুর ১২টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়।  

প্রাথমিকভাবে রাত আটটা পর্যন্ত এ ঘোষণা বহাল থাকবে জানালেও পরে তা সোমবার ভোর পাঁচটায় উন্নীত করা হয়।

এর আগে কলকাতা ও কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে বরিশাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়।  

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মে ২৮, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।