ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: চট্টগ্রামে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।  তবে এ সময় মন্ত্রী মহিবুল হাসান বাড়িতে ছিলেন না।

তার পরিবারের সদস্যরা ছিলেন বলে জানা গেছে।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে এ হামলা চালানো হয় বলে বাংলানিউজকে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মোখলেছুর রহমান।

 

স্থানীয়রা জানিয়েছেন, নগরের পাচঁলাইশ থানার দুই নম্বর গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই চশমা হিলে শিক্ষামন্ত্রীর বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। এতে বাসার কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়।  

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরীর ছেলে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।