ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিমানবন্দরে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৪
বিমানবন্দরে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ ...

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে আটক করেছে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা।

বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরব যাওয়ার সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছেন শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তসলিম আহমেদ।

তিনি বলেন, আটক করে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিউ মার্কেট চত্বরে সংঘর্ষে আহত হন আজিজুর রহমান আজিজ।

তিনি মাথা ও শরীরে আঘাত পেয়ে নগরের মেডিক্যাল সেন্টার হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তিনদিন চিকিৎসা নেওয়ার পর সৌদি আরবে যাওয়ার চেষ্টায় ছিলেন। সৌদি আরবের ফ্লাইটের অপেক্ষায় থাকা অবস্থায় নিরাপত্তারক্ষীরা তাকে আটক করেন।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।