ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বন্যাকালীন নৌপথে কনটেইনার পরিবহনের সুযোগ দিচ্ছে বন্দর 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
বন্যাকালীন নৌপথে কনটেইনার পরিবহনের সুযোগ দিচ্ছে বন্দর  ...

চট্টগ্রাম: ফেনী, কুমিল্লায় স্মরণকালের ভয়াবহ বন্যার কারণে সড়ক ও রেলপথে আমদানি-রপ্তানি পণ্যের কনটেইনার পরিবহনে ধীরগতিতে নৌপথে কনটেইনার পরিবহনের সুযোগ দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।  

এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন বন্দর সচিব মো. ওমর ফারুক।

 

তিনি জানান, বর্তমান বন্যা পরিস্থিতিতে আমদানি রপ্তানিকারকরা চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম সড়ক বা রেলপথে পণ্যবাহী কনটেইনার পরিবহন অনেকক্ষেত্রেই শ্লথ/বন্ধ রাখতে বাধ্য হতে হচ্ছেন। উদ্ভূত কারণে দেশের আমদানি-রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে।

বিষয়টি বিবেচনায় এনে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম নৌপথ ব্যবহার করে দেশের আমদানি-রপ্তানি বেগবান করতে পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা যাচ্ছে। এ ব্যাপারে এনবিআর সার্বিক সহায়তা দিতে প্রস্তুত।

আমদানি-রপ্তানি পণ্যবোঝাই কনটেইনার পরিবহনে পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল ব্যবহার করতে পারেন। বিভিন্ন জাহাজ কোম্পানির পর্যাপ্ত ইনল্যান্ড জাহাজ এবং চট্টগ্রাম বন্দরের সব ধরনের লজিস্টিকস সুবিধাদি এ কার্যক্রমের জন্য সার্বিকভাবে প্রস্তুত রাখা হয়েছে।

তিনি বিজিএমইএ, বিকেএমইএসহ সব আমদানি-রপ্তানিকারকদের আমদানি-রপ্তানি পণ্যবাহী কনটেইনার পানগাঁও আইসিটির মাধ্যমে চট্টগ্রাম বন্দর থেকে সংগ্রহ বা জাহাজীকরণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

বন্দর সূত্রে জানা গেছে, রোববার সকাল আটটায় চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও জেটিতে ৫৩ হাজার ৫১৮ টিইইউস (২০ ফুট দীর্ঘ) ধারণক্ষমতার বিপরীতে কনটেইনার ছিল ৩৭ হাজার ৯৯৬ টিইইউস। ওই সময় পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বন্দর থেকে ডেলিভারি হয়েছে ১ হাজার ৬৪৭ টিইইউস। আগের দিন শনিবার ডেলিভারি হয়েছিল ১ হাজার ৯২৯ টিইইউস।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।