ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার 

চট্টগ্রাম: পটিয়ায় হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি কোরবান আলী (৩৬)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭ ।  

প্রেপ্তার কোরবান পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মৃত আবুল কাশেমের ছেলে।

 

শুক্রবার (৩০ আগস্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। চলতি মাসের ২৭ আগস্ট পটিয়া থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলার আসামি ছিলেন কোরবান আলী।

জানা যায়, এজাহারভুক্ত পলাতক আসামি মো. কোরবান আলী চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার রাস্তার মাথায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল ২৯ আগস্ট রাত ১০টার দিকে অভিযান চালিয়ে আসামি কোরবান আলীকে গ্রেপ্তার করে।  

পরে জিজ্ঞাসাবাদে কোরবান জানায়, সে সংবদ্ধ হয়ে গত ৪ আগস্ট পটিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন আরাকান রোড এলাকায় ভিকটিমদেরকে হত্যার উদ্দেশ্যে গুলি করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার রাতে তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।