ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাউদার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৪
সাউদার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে পুরস্কার বিতরণ ...

চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইংরেজি বিভাগের ইংলিশ লিটারেরি ক্লাবের উদ্যোগে লাইভ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান।

ইংরেজি বিভাগের প্রধান আরমান হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ এফ এম মোদাচ্ছের আলী, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. শওকতুল মেহের, শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধাকে শাণিত করে।

ইংলিশ লিটারেরি ক্লাবের বিভিন্ন কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। আশাকরি ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসিক উৎকর্ষতায় এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

পরে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।