ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাউদার্ন ইউনিভার্সিটিতে ক্রিকেট ফেস্ট শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
সাউদার্ন ইউনিভার্সিটিতে ক্রিকেট ফেস্ট শুরু বক্তব্য দেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান

চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ক্রীড়া কমিটি আয়োজিত দুই সপ্তাহব্যাপী ক্রিকেট ফেস্ট- ২০২৪ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে।  

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেস্ট উদ্বোধন করেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান।

 

ক্রীড়া কর্মকর্তা সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া কমিটির চেয়ারম্যান অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ এফ এম মোদাচ্ছের আলী, প্রক্টর এস কে হাবিব উল্লাহ, সিইসি বিভাগের প্রধান জমির আহমেদ, সাধারণ শিক্ষা বিভাগের প্রধান জমির উদ্দিন, ফার্মেসি বিভাগের প্রধান আইরিন সুলতানা, ইংরেজি বিভাগের প্রধান আরমান হোসাইন, আইন বিভাগের প্রধান সুরাইয়া মমতাজ, ক্রীড়া কমিটির সদস্য আলী ইকরামুল হক রমি ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বর্ণাঢ্য এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ১৬টি এবং ছাত্রীদের ৮টি টিম অংশগ্রহণ করছে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।