ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পিতাকে খুনের পর বিদেশে পালাতে গিয়ে দুই পুত্র আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
পিতাকে খুনের পর বিদেশে পালাতে গিয়ে দুই পুত্র আটক ...

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলায় পিতাকে খুনের পর দুবাই পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছে দুই পুত্র।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছেলে মিজানুর রহমানকে পুলিশ আটক করে।

সকাল ১০টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন বড় ছেলে মো. নিজাম উদ্দিন।

জমি নিয়ে তর্কের জের ধরে বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বড় উঠান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আব্দুর রহমান প্রকাশ গোয়ালের বাড়িতে দা দিয়ে কুপিয়ে পিতা নুরুল হক চৌধুরীকে (৬৫) খুন করে দুবাই ও কাতার প্রবাসী ছেলে মো. নিজাম উদ্দিন (৩১) ও মিজানুর রহমান (২৫)।

এরপর থেকে তারা পলাতক ছিল।

এ ঘটনায় কর্ণফুলী থানায় হত্যা মামলা দায়ের করা হয়ে বলে জানান কর্ণফুলী থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান। তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।  

সিএমপি’র বন্দর জোনের উপ-কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা বাংলানিউজকে জানান, বিমানবন্দর থেকে আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কর্ণফুলী থানার একটি টিম ঢাকায় আটক আরেক আসামিকে চট্টগ্রামে নিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।