ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক ...

চট্টগ্রাম: রাঙ্গুনিয়া থানাধীন চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের রানীরহাট বাজার থেকে তৌহিদুল ইসলাম মামুন নামের এক যুবককে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব-৭।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কেবিএস কনভেনশন হলের সামনে থেকে তাকে আটক করা হয়।

 

তৌহিদুল ইসলাম মামুন (৩৪) রাঙ্গুনিয়ার বগাবিল এলাকার মো.আইয়ুব আলীর ছেলে।  

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো.শরীফ-উল-আলম বাংলানিউজকে জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রানীরহাট বাজার কেবিএস কনভেনশন হলের সামনে থেকে মো.তৌহিদুল ইসলাম মামুনকে আটক করা হয়।

এ সময় তার দেহ তল্লাশি করে প্যান্টের পিছনে কোমর থেকে ১টি দেশিয় আগ্নেয়াস্ত্র (এলজি) ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  

তৌহিদুল জিজ্ঞাসাবাদে জানায়, জব্দকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবৎ এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
এমআই/এসি/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।