ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে যুবলীগের সভাপতি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
রাউজানে যুবলীগের সভাপতি গ্রেপ্তার

চট্টগ্রাম: রাউজান থানার মুনিরীয়া যুব তাবলীগের দুইটি এবাদতখানা ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ৩ মামলার আসামি গুজরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।  

মো. আনোয়ার হোসেন, একই থানার গোলজার পাড়া কাগতিয়ার হবল হোসেন প্রকাশ তবল হোসেনের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম জানান, মুনিরীয়া যুব তাবলীগের দুইটি এবাদতখানা ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ৩ মামলার আসামি মো. আনোয়ার হোসেন রাউজানের গহিরা এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।