ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড় কাটার অপরাধে পরিবেশ অধিদপ্তরের ৪ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
পাহাড় কাটার অপরাধে পরিবেশ অধিদপ্তরের ৪ মামলা ...

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার জঙ্গল লতিফপুর এলাকায় ১৮ হাজার ঘনফুট পাহাড় কাটার অপরাধে ৪টি মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। এসব মামলায় ৩৯ জনকে আসামি করা হয়েছে।

 

এর আগে নগরের বায়েজিদ লিংক রোড এলাকায় পাহাড় কেটে রেস্টুরেন্ট নির্মাণের অপরাধে একজনের বিরুদ্ধে মামলা ও একাধিক স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বাদী হয়ে নগরের আকবরশাহ থানায় মামলাগুলো দায়ের করেন।

তিনি বাংলানিউজকে বলেন, চারটি সিন্ডিকেট পরস্পরের সহযোগিতায় কয়েক মাস ধরে এসব পাহাড় কেটে পাকা ভবন, মুরগির খামার, দোকানপাট, প্লট নির্মাণ করেছে। তারা এসব পাহাড় ধ্বংস করে ব্যবসা করেছে। পরিদর্শন ও তদন্ত করে নিশ্চিত হওয়ার পর আমরা ৪টি মামলা করেছি। এসব মামলায় মোট ৩৯ জনকে আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।