ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১২ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১২ 

চট্টগ্রাম: নগরের সিঅ্যান্ডবি এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১২ জন আহত হয়েছেন ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে একটি গ্লাস শিট ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, নগরের সিঅ্যান্ডবি এলাকার কারখানাগুলোতে শ্রমিকদের আনা-নেওয়া করতো বাস দুইটি। সকাল ৯টার দিকে সিঅ্যান্ডবিমুখী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অন্য বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুই বাসের যাত্রীরা আহত হন। পরে ১২ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  এছাড়া বেশ কয়েকজন পাশের ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নেন।  

চান্দগাঁও থানার উপপরিদর্শক সুমন বড়ুয়া বলেন, বাস দুইটি কারখানার শ্রমিকদের আনা নেওয়া করতো। মালিকপক্ষ আইনগত পদক্ষেপ নিলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।