ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডিপ্রকৌস চট্টগ্রাম শাখার নির্বাহী পরিষদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
ডিপ্রকৌস চট্টগ্রাম শাখার নির্বাহী পরিষদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস) চট্টগ্রাম শাখার নির্বাহী পরিষদের বার্ষিক সম্মেলন ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২১ সেপ্টেম্বর) আগ্রাবাদের বিদ্যুৎ ভবনের বিজয় হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম শাখা নির্বাহী পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন বিউবো চট্টগ্রামের প্রধান প্রকৌশলী মোহাম্মদ হুমায়ূন কবির মজুমদার।
 

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবু মুসার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ডিপ্রকৌসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মো. হায়দার আলী, চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি  এএফএম জিয়াউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রব।  

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপ-পরিচালক, বিভিন্ন সাভির্স এসোসিয়েশন কেনিপের নেতৃবৃন্দ,  ডিপ্রকৌসের প্রকৌশলীবৃন্দ।  

সভা শেষে ডিপ্রকৌস চট্টগ্রাম শাখা নির্বাহী পরিষদের নির্বাচিত নতুন কমিটিকে শপথ বাক্যপাঠ করান বিউবো ডিপ্রকৌস কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মো. হায়দার আলী। অনুষ্ঠানের ২য় অধিবেশনে বিউবো ডিপ্রকৌস কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও চট্টগ্রাম ডিপ্রকৌস শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।