ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়ি ও বাঁশখালীতে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
ফটিকছড়ি ও বাঁশখালীতে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

চট্টগ্রাম: ফটিকছড়ি ও বাঁশখালীতে পুকুরে ডুবে মাশফিক ও ওমর আব্দুল্লাহ আদিব নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।  

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাঁশখালীর উপজেলার বাহারছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুল হাকীম বাড়িতে এবং ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ধুরুং গ্রামের শেখ নিয়াজ চৌধুরী বাড়িতে এসব ঘটনা ঘটে।

নিহত শিশু আদিব বাহারছড়া ইউনিয়নের উত্তর বাহারছড়া ১ নম্বর ওয়ার্ডের আব্দুল হাকীম বাড়ির সাবেক ইউপি সদস্য ওসমান গণির ছেলে। মাশফিক ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ধুরুং গ্রামের ওমান প্রবাসী কাইছার হামিদের ছেলে।

বাহারছড়া ১ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ ইব্রাহিম জানান, দুপুরের বাড়ির উঠানে খেলার করছিল। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির পর শিশুর পিতা পুকুরে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। স্থানীয়রা শিশুটিকে মা-শিশু ও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, বাড়িতে খেলার সময় সবার অগোচরে পুকুরে পড়ে গিয়ে শিশু মাশফিকের মৃত্যু হয়ে বলে জানিয়েছে চাচা মো. তাহাসিন।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।