ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে: নয়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে: নয়ন ...

চট্টগ্রাম: কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, সাধারণ মানুষের মন জয় করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। কোনো অন্যায় করা যাবে না।

আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস করা যাবে না। আমরা মানুষের জন্য কাজ করছি।
সুতরাং অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। কারো সঙ্গে জোর-জবরদস্তি করে রাজনীতি করা যাবে না।  

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নগরের অলংকার, একেখান মোড় ও বায়েজিদ থানার শেরশাহ এলাকায় দলের নির্বাচনী প্রতীক ‘ধানের শীর্ষ’ সম্বলিত লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে  তিনিএসব কথা বলেন।

বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে জানিয়ে নুরুল ইসলাম নয়ন বলেন, এটাই বিএনপি-যুবদলের রাজনীতি। দলে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, কোনো অনুপ্রবেশকারীকে স্থান দেওয়া যাবে না- এটা সব নেতাকর্মীকে খেয়াল রাখতে হবে।  

এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। এ সময় কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদুল ইসলাম জাহিদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক এস কে ফয়সাল, সাইফুর রহমান শপথ, নগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ সভাপতি শাহেদ আকবর, ফজলুল হক সুমন, জাহাঙ্গীর আলম, আবদুল করিম, অরূপ বড়ুয়া, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, সেলিম উদ্দীন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, জাফর আহমেদ খোকন, তানভীর মল্লিক, সাবেক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, নুর হোসেন উজ্জ্বল, মুহাম্মাদ সাগির, গাজী ফারুক, মহিউদ্দিন মুকুল, সাবেক সহ সম্পাদক মিজানুর রহমান বাবুল, জহিরুল ইসলাম জহির, গুলজার হোসেন মিন্টু, থানা যুবদলের সাবেক আহবায়ক গিয়াস উদ্দিন টুনু, বজল আহমেদ, মোশাররফ আমিন সোহেল, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম মঞ্জু, শওকত খান রাজু, হাবিব উল্লাহ খান রাজু, সাইফুল আলম রুবেল, সাজ্জাদ আহমেদ সাদ্দাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।