ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
সাতকানিয়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন ...

চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।  

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে সাতকানিয়া উপজেলায় কেরানীহাটে সাতকানিয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দৈনিক প্রথম আলো প্রতিনিধি মামুন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্বান্ত গৃহিত হয়।

এতে দৈনিক আমারদেশ ও এনটিভি প্রতিনিধি শহীদুল ইসলাম বাবরকে আহ্বায়ক, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মনজুর আলমকে যুগ্ন আহ্বায়ক ও জিটিভি প্রতিনিধি হারুন অর রশিদকে সদস্য সচিব করা হয়।

সভায় আহ্বায়ক কমিটিকে দ্রুত সময়ের গঠনতন্ত্র প্রনয়ন করতে দায়িত্ব দেওয়া হয়।

একই সঙ্গে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত প্রতিনিধিদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।