ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলার বড়উঠানে পুকুরে ডুবে মিজবাহ উদ্দীন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।  

নিহত মিজবাহ উদ্দীন ওই এলাকার শামসুল আলম মিস্ত্রির ছেলে।

বুধবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটায় উপজেলার বড়উঠানের পশ্চিম ডাকপাড়া এলাকার জমিয়াতুল মামুর জামে মসজিদের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। মিসবাহ উদ্দীন ডাকপাড়া এলাকার আল মোস্তফা (স:) ইসলামিয়া সুন্নিয়া মাদরাসার নার্সারির ছাত্র।

মাদরাসার পরিচালক হাফেজ নুর উদ্দিন রুবেল বাংলানিউজকে বলেন, মিজবাহ সকালে মাদরাসায় আসে। দুপুর বারোটায় তাঁকে ছুটি দেওয়া হয়। পরে বিষয়টি শুনে খুবই মর্মাহত হয়ে পড়েছি। এমন মৃত্যু কখনো কাম্য নয়।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।