ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

স্যার আশুতোষ সরকারি কলেজে রোভার স্কাউটসের নবীনবরণ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
স্যার আশুতোষ সরকারি কলেজে রোভার স্কাউটসের নবীনবরণ 

চট্টগ্রাম: ঐতিহ্যবাহী স্যার আশুতোষ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার ও গার্ল ইন রোভার সহচরদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (৮ অক্টোবর) কলেজ রোভার ডেনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন কলেজ রোভার গ্রুপ সম্পাদক সুব্রত চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতিম ধর, বিশেষ অতিথি ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক জামাল আহমদ,  সাবেক সিনিয়র রোভার মেট সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আরএসএল মাকসুদা ইয়াসমিন, কলেজ শিক্ষক ও সাবেক এসআরএম রনি বিশ্বাস, চট্টগ্রামের বিভাগীয় সাবেক সিনিয়র রোভার মেট প্রতিনিধি মো. পারভেজ সরকার পাভেল, চট্টগ্রাম জেলা রোভার সিনিয়র রোভার মেট প্রতিনিধি মো. জাহেদ মিয়া,

এসময় উপস্থিত ছিলেন, সাবেক সিনিয়র রোভার মেট আবু কাইয়ুম, নয়ন দাশ, সিনিয়র রোভার মেট সাজ্জাদ হোসেন ইমন, হৃদিতা শীল, আরএম পাভেল মহাজন, আবু নাঈম, জয়ন্ত দে, পুষ্পিতা, আবেদা সুলতানা, সিমলা শীল, নুরুদ্দিন, সৌরভ দত্ত, হৃদয় নাথ, অর্ক চৌধুরী, মিশু, জেসমিন, রায়হান, মনিষা মহাজন প্রমুখ।  

বক্তারা বলেন, আদর্শ জাতি গঠনে রোভার স্কাউটটের ভূমিকা অপরিসীম। আজকের নবীনরাই এই দেশকে উন্নত ও সম্মৃদ্ধ হিসেবে গড়ে তুলবে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।