ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক ই আজম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক ই আজম পূজামণ্ডপ পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক।

চট্টগ্রাম: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন নির্বিঘ্ন করার লক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক।  

বৃহস্পতিবার (১০ অক্টোবর) নগরের বিভিন্ন পূজামণ্ডপে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন তিনি।

 

এ সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা সঙ্গে ছিলেন।  

তাঁরা প্রবর্তক সংঘ, দেওয়ানজী পুকুরপাড়, জেএম সেন হল, হাজারী গলির পূজামণ্ডপ ইত্যাদি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা সম্পন্ন করতে পূজা কমিটির নেতাদের দিকনির্দেশনা দেন।  

পাশাপাশি জেলা প্রশাসক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে নির্দেশনা দেন।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।