ঢাকা, রবিবার, ২৫ কার্তিক ১৪৩১, ১০ নভেম্বর ২০২৪, ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের

চট্টগ্রাম: হাটহাজারীতে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইমন হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়িপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন রাউজান উপজেলার সাতলংগা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।  

নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূইয়া বাংলানিউজকে জানান, ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফ থেকে রাউজান ফেরার পথে সিএনজি অটোরিকশার সঙ্গে ফটিকছড়িমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশা যাত্রী ইমন হোসেন নিহত হয়। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও ৪ জন গুরুতর আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘাতক বাসটি এবং দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি জব্দ করেছে।  

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।