চট্টগ্রাম: বোয়ালখালীতে দ্রব্যমূল্যেরর ঊর্ধ্বগতি রোধ এবং অসাধু ব্যাবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে সুলভ মূল্যে ডিম বিক্রি কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার কানুনগোপাড়া মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা।
তিনি বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে কানুনগোপাড়া বাজারে ১৪০ টাকায় প্রতি ডজন হিসেবে ২ হাজার ডিম বিক্রি করা হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এ কার্যক্রম চলমান থাকবে।
এ আয়োজনে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোহাম্মদ মহিউদ্দীন আকরাম এবং বোয়ালখালী আর্মি ক্যাম্পের সেনা সদস্য এবং বোয়ালখালী থানা পুলিশের সদস্যরা।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
বিই/টিসি