ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তাহসিন হত্যা মামলায় গ্রেপ্তার ২ জনের রিমান্ড মঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
তাহসিন হত্যা মামলায় গ্রেপ্তার ২ জনের রিমান্ড মঞ্জুর ...

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় প্রকাশ্যে আফতাব উদ্দিন তাহসিনকে গুলি করে হত্যার মামলায় গ্রেপ্তার মো. হেলাল ও ইলিয়াছ হোসেন অপুর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহ্র আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

তাহসিন হত্যা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত ২৫ অক্টোবর রাউজান থানার জলিলনগর বাস স্টেশন এলাকা থেকে হত্যার সঙ্গে জড়িত এজাহারনামীয় আসামি মো. হেলাল (৩৫) ও তার দেওয়া তথ্য মোতাবেক ঘটনার সঙ্গে সরাসরি জড়িত তদন্তেপ্রাপ্ত আসামি মো. ইলিয়াছ হোসেন অপুকে (২৭) নগরের পাঁচলাইশ থানার হাদুমাঝিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গত ২৬ অক্টোবর দিনগত রাত সাড়ে তিনটার দিকে নগরের চান্দগাঁও থানার অদূরপাড়া এলাকা থেকে তাহসিনের তথ্যদাতা মো. এমরানকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ।  

তদন্তকারী কর্মকর্তা চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. মোমিনুল হাসান বাংলানিউজকে জানান, প্রকাশ্যে ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিনকে গুলি করে হত্যার ঘটনার মামলায় গ্রেপ্তার মো. হেলাল ও ইলিয়াছ হোসেন অপুর ১০ দিনের রিমান্ড আবেদন করা হয় আদালতে। শুনানি শেষে আদালত মো. হেলালের ৩ দিন ও ইলিয়াছ হোসেন অপুর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

গত ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে শমসের পাড়া এলাকায় প্রকাশ্যে আফতাব উদ্দিন তাহসিনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় গত ২২ অক্টোবর রাতে সন্ত্রাসী সাজ্জাদ হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বাবা মো. মুসা। মামলার অন্য আসামিরা হলেন- সাজ্জাদের সহযোগী মো. হাসান, মোহাম্মদ, খোরশেদ ওরফে খালাত ভাই খোরশেদ ও মো. হেলাল।

আফতাব ইট ও বালুর ব্যবসায় যুক্ত ছিলেন।  ব্যবসার জন্য আনা বালু ও ইট শমসের পাড়ার উদুপাড়া এলাকায় রাখতেন তিনি। গত ২১ অক্টোবর বিকেল সোয়া চারটার দিকে মজুতের জন্য এক ট্রাক বালু আনা হয়। এ কারণে আফতাব সেখানে যান। কিছুক্ষণ পর সন্ত্রাসী সাজ্জাদ হোসেন সহযোগীদের নিয়ে মাইক্রোবাসে এসে তাহসিনকে গুলি করে চলে যায়।  

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।